মোঃ ফারদিন হাসান উজ্জ্বল বিশেষ প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ছোট ভাইয়ের বউয়ের বটির কোঁপে বড় ভাই (ভাশুর) টুকু মোল্লা (৪৫) নিহত হয়েছে।
সে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলপালদী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।
ঘাতক সীমা বেগম ভাশুর কে বটি দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে।
সীমা বেগম তুরস্ক প্রবাসী সোহাগ মোল্লার স্ত্রী। পুলিশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে।
নিহতের চাচাতো ভাই শাহিন মোল্লা বলেন,
আমার ছেলে আবিরের সুন্নতে খৎনার অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে টুকু বাড়িতে আসে। আজ অনুষ্ঠান শেষে সন্ধ্যায় টুকু তার ঘরে গিয়ে ছোট ভাইয়ের বউয়ের সাথে হাঁস পালনকে কেন্দ্র করে কথা কাটাকাটি করে।
কথা কাটাকাটির এক পর্যায়ে সীমা হাতে থাকা বটি দিয়ে টুকুকে কোপ দিয়ে পালিয়ে যায়। আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার উপপরিদর্শক মামুন জানান,
সংবাদ পেয়ে আমরা দ্রুত হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘাতক সীমা বেগমকে ধরতে পুলিশ কাজ করছে।