মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ব্যতিক্রমর্ধমী শিক্ষা প্রতিষ্ঠান লোহাগড়া লিডারশিপ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও ভিডিও কন্টেন্ট প্রতিযোগিতার পুরস্কার-২০২৫ বিতরণ সম্পন্ন হয়েছে।
২৭ ডিসেম্বর, শনিবার, সকাল ১০ টায় স্কুলের মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশিষ্ট শিক্ষানুরাগী হাশেম পার্ক ও হাশেম টাওয়ারের সত্ত্বাধিকারী আলহাজ্ব আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইবনে মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব আবুল হাশেম এর সুযোগ্য সন্তান, লন্ডন ইউনিভার্সিটি অব লিংকন থেকে ডিগ্রি প্রাপ্ত ব্যারিস্টার সাইদুল ইমরান। বিশেষ বক্তা ছিলেন ব্যারিস্টার সাইদুল ইমরান এর সহর্ধমনী ব্যারিস্টার জেবা তাহসিন মীম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন লিডারশিপ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান নিবার্হী পরিচালক মুহাম্মদ মহিউদ্দীন।
অনুষ্ঠানে সফল পিতা হিসেবে আলহাজ্ব আবুল হাশেম, ব্যারিস্টার সাইদুল ইমরান ও ব্যারিস্টার জেবা তাহসিন মীমকে গুণিজন হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাছাড়া ক্রীড়া সাংস্কৃতিক ও ভিডিও কন্টেন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।