স্টাফ রিপোর্টার:
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন এনটিভি ইউরোপ-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, প্রবীণ ও প্রথিতযশা সাংবাদিক মোঃ আব্দুল হাই। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে—যা মফস্বল সাংবাদিকতার জন্য এক তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘ সময় ধরে মাঠপর্যায়ে নিরলস পরিশ্রম, সাহসী অনুসন্ধানী রিপোর্টিং এবং পেশাগত নৈতিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসা মোঃ আব্দুল হাই মফস্বল সাংবাদিকতার এক উজ্জ্বল ও আস্থাভাজন নাম। প্রান্তিক জনপদের মানুষের জীবনসংগ্রাম, সামাজিক বৈষম্য, অনিয়ম-দুর্নীতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে তার লেখনী ও প্রতিবেদন বারবার প্রভাব ফেলেছে জনমনে। সত্যনিষ্ঠা ও দায়িত্ববোধের কারণে তিনি সহকর্মীদের কাছে যেমন শ্রদ্ধেয়, তেমনি পাঠক ও দর্শকের কাছেও বিশ্বাসযোগ্য।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মোঃ আব্দুল হাইয়ের দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বগুণ জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামকে আরও সুসংহত ও গতিশীল করবে। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার রক্ষা, প্রশিক্ষণ ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে তার ভূমিকা কার্যকর হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোঃ আব্দুল হাই বলেন, “মফস্বল সাংবাদিকরা দেশের গণতন্ত্র ও গণমাধ্যমের মেরুদণ্ড। তাদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের ব্যানারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই দায়িত্বকে আমি সম্মান ও গুরু দায়িত্ব হিসেবেই গ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস.এম. সাইফুল ইসলাম কবির ও মহাসচিব আহমেদ হোসাইন ছানুর নেতৃত্বে সংগঠনটি দেশব্যাপী আরও সুদৃঢ় ও কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি সংগঠনের শীর্ষ নেতৃত্বের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এই মনোনয়নে দেশজুড়ে সাংবাদিক সমাজে ব্যাপক সাড়া পড়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন, প্রেসক্লাব ও গণমাধ্যমকর্মীরা মোঃ আব্দুল হাইকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন—তার নেতৃত্বে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম মফস্বল সাংবাদিকতার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।