আব্দুল মান্নান, ভাঙ্গা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা ১২ দলীয় জোটের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন ও বিকেল ৫টার সময় গণ-অধিকার পরিষদের প্রার্থী মোঃ তাসলিম মাতুব্বর নেতা কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
সোমবার দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহেরের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনুল আরা তীন সোফিয়া উপস্থিত ছিলেন।
এছাড়া সদরপুর ও ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় ৫জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
তবে ফরিদপুর-৪ আসন থেকে এবার জাতীয় সংসদ নির্বাচনে মোট ১০ জন প্রার্থী মানোনয়ন পত্র জমা দিয়েছেন।
ভাঙ্গায় যাহারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন, বিএনপি'র প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল, জামাতে প্রার্থী মোহাম্মদ সরোয়ার হোসেন, গণবাধিকার পরিষদের প্রার্থী তাসলিম মাতুব্বর,
সদরপুরে যাহারা মনোনয়পত্র জমা দিয়েছে, তারা হলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ইসাহাক চোকদার।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন, জিপিবির প্রার্থী মোঃ আতাউর রহমান কালু, জাতীয় পার্টির প্রার্থী রায়হান জামিল, সতন্ত্র প্রার্থী এম এম হোসাইন ও মুজাহিদ বেগ।
এছাড়া নির্বাচন কমিশন থেকে জারিকৃত নির্দেশনা মোতাবেক কোনো প্রার্থীর সঙ্গে পাঁচজনের অধিক লোক মনোনয়ন দাখিলে উপস্থিত থাকতে পারবেন না। সেই ধারাবাহিকতায় বিএনপির প্রার্থীর সাথে উপস ছিলেন, বেগম জিয়ার সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জহুরুল হক শাহজাদা মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, এ কে কিবরিয়া স্বপন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা উপস্থিত ছিলেন।
এছাড়াও ১২ দলীয় জোটের পক্ষে মাওলানা সরোয়ার হোসাইন বিকেল ৩টা ৪০ মিনিটে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দসহ ভাঙ্গা পৌর শাখার আমির ডা. এনায়েত হোসেন এবং এনসিপির সমন্বয়ক আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।
ফরিদপুর-৪ আসন থেকে এবার জাতীয় সংসদ নির্বাচনে মোট ১০ জন প্রার্থী মানোনয়ন পত্র জমা দিয়েছেন।
২৯/১২/২৫
০১৭২৯০৩৮৭০০