বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভাঙ্গা পৌর যুবদল নেতার শোক
মোঃ সুমন মোল্লা ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:.
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভাঙ্গা পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারদিন হাসান উজ্জ্বল।
এক শোকবার্তায় ফারদিন হাসান উজ্জ্বল বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার নেতৃত্ব, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ এক অভিভাবকতুল্য নেত্রীকে হারালো।”
তিনি আরও বলেন, “আমি মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও বিএনপির সকল নেতাকর্মীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এ সময় তিনি দলের নেতাকর্মীদের প্রতি মরহুমার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।