নিজস্ব প্রতিবেদক:
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন আজকের জনকথা পত্রিকার বার্তা সম্পাদক, দৈনিক ঢাকারটাইম সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, জগন্নাথপুর সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক জাহিদ হাসান। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে—যা মফস্বল সাংবাদিকতার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসা প্রভাষক জাহিদ হাসান মফস্বল সাংবাদিকতার এক উজ্জ্বল নাম। মাটি ও মানুষের কল্যাণে তাঁর লিখনী সত্যিই অনন্য। একজন আদর্শবান শিক্ষক ও সৎ সাহসী সাংবাদিক হিসেবে তিনি সবার কাছে পরিচিত।
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের মতে, প্রভাষক জাহিদ হাসানের কর্মদক্ষতা সংগঠনকে আরও সুসংহত ও গতিশীল করবে।
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক জাহিদ হাসান বলেন, “জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের শিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় আমি সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব এসএম সাইফুল কবির ও কেন্দ্রীয় মহাসচিব জনাব আহমেদ হোসাইন ছানু সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। দেশ ও জাতির সেবায় নিবেদিতপ্রাণ সংগঠনে যুক্ত হতে পেরে আমি গর্বিত। গণমানুষের কল্যাণে আজীবন কাজ করতে চাই। এতে আমি সবার দোয়া প্রার্থী।"