স্টাফ রিপোর্টার
খুলনার ইকবাল নগর ৩৬, আয়েশা কটেজে অবস্থিত খুলনা আর্ট একাডেমিতে এক সৌহার্দ্যপূর্ণ ও শিল্পমুখর সকাল অতিবাহিত হয়েছে। ৬ জানুয়ারি সকাল ১০টায় কপিল মুনি আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, চিত্রশিল্পী ও লেখক পবিত্র মন্ডল এবং তাঁর সুযোগ্য পুত্র, অভিনয়শিল্পী ও ফিল্ম মেকার দীপ মন্ডল খুলনা আর্ট একাডেমিতে উপস্থিত হন।খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় শিল্পচর্চা, সংস্কৃতি ও সৃজনশীল কার্যক্রমকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস কপিল মুনি আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক পবিত্র মন্ডলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এ সময় উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির শুভাকাঙ্ক্ষী, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ও খুলনা নাট্য নিকেতনের সদস্য এম এম হাসান। তিনি একজন ঐতিহ্য সংগ্রাহক এবং একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত একজন সক্রিয় সামাজিক কর্মী। উপস্থিত অতিথিরা খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষশালা পরিদর্শন করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন।সাংস্কৃতিক অঙ্গন ও শিল্পচর্চা নিয়ে আন্তরিক আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি সুন্দর মুহূর্তের সৃষ্টি হয়। উল্লেখ্য, আজকের অতিথি দীপ মন্ডল খুলনার বহুল আলোচিত ‘দেলোপি’ সিনেমার ফিল্ম মেকিংয়ের দায়িত্বে ছিলেন, যা খুলনাবাসীর জন্য গর্বের বিষয়। খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয় এবং ভবিষ্যতে তিনি যেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে সুনাম বয়ে আনতে পারেন এ প্রত্যাশা ব্যক্ত করা হয়।পরিশেষে, চিত্রশিল্পী মিলন বিশ্বাস উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পুনরায় খুলনা আর্ট একাডেমিতে আগমনের আমন্ত্রণ জানান। চায়ের আড্ডার মাধ্যমে আনন্দঘন এই শিল্পময় সকালের পরিসমাপ্তি ঘটে।