আব্দুল মান্নান, ভাঙ্গা প্রতিনিধি :
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’র ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় পুলিয়া নিজ বাস ভবন এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলা শাখার নেতা-কর্মীরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান মোল্লা বলেন- বাংলাদেশের ১০ টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ “১০ দলীয় নির্বাচনী ঐক্য” নামে গতকাল (১৫ জানুয়ারি) একটি নির্বাচনী প্লাটফর্ম গঠন করেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ২০টি আসনে নির্বাচন করবে বলে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্য আমার সিরিয়াল ছিল ১৯ নম্বরে।
আমাকে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনে আমাকে চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘদিন এ আসনের (ফরিদপুর-৪) জনগণ হতাশায় ভুগছিলেন। তারা জানতেন, ১১ দলের জোটের মধ্যে বড় ৩টি ইসলামি দল রয়েছে। এ দলের মধ্যে থেকে কাকে চূড়ান্ত করা হয়? এই নিয়ে তাদের দ্বিধাদ্বন্দ্ব ছিল। এই দ্বিধাদ্বন্দ্ব গতকাল কেটে গেছে বলে আমি মনে করি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন- যেহেতু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মাওলানা মামুনুল হক ২০টি আসনের ২০ জনের মধ্যে আমাকে রেখেছেন, এ জন্য শুকরিয়া আদায় করি। এ সময় দলের চূড়ান্ত সিদ্ধান্তে মনোনীত করতে সহায়তাকারী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিজানুর রহমান মোল্লা।
এ সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন , সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, পৌর শাখার সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মিতু মুন্সি, সদরপুর শাখার সাধারণ সম্পাদক মুফতি সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা মিজানুর রহমান ফরিদী প্রমুখ।
ছবিতে
শুক্রবার সন্ধ্যায় প্রার্থীর নিজ বাস ভবন পুলিয়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।