
ফরিদপুরের ভাঙ্গায় নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার দুপুরে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে ভাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে ২ ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।
গত নভেম্বর মাসের ২১ তারিখ থেকে ১৩ দিন ধরে চলমান কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে পারিবারিক স্বাস্থ্য -সেবা কর্মকাণ্ডে ।
বক্তারা দাবি তুলে ধরে বলেন, আমাদের ন্যায্য দাবি ও অধিকার দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আমাদের কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি দেন।
আমাদের এক দফা এক দাবি, নিয়োগ বিধি, নিয়োগ বিধি।
নিয়োগ বিধি মানতে হবে, মানতে হবে।
এই সোনার বাংলায় বৈষম্যর ঠাই নাই, বৈষম্যর ঠাঁই নাই, এই সোনার বাংলায়। আমার একদফা এক দাবি, মানতে হবে, মানতে হবে। দাবিগুলো তুলে ধরে বক্তারা স্লোগান দেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ পরিদর্শক(FPI) মোঃ জহুরুল হক, আব্দুর রহমান, কাজী শিহাব উদ্দিন, ফজলুল হক, লোমান শেখ, হৃদয় হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (FWV) নুরুন্নেচ্ছা বেগম, শাপলা আক্তার, রত্না আহমেদ, নাছিমা আক্তার, ফিরোজ বেগম, উপজেলা পরিবার কল্যান সহকারী(FWA) মাকসুদা খাতুন, ফারহা রহমান, চামেলি শিকদার, শারমিনা নাসরিন সহ প্রমুখ।
০৪/১২/২৫
০১৭৭৭৭৭৮১৩৩
০১৭২৯০৩৮৭০০
ছবিতে,
ভাঙ্গায় নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে অফিসের সামনে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি পালন করছেন ,