
মোঃ সুমন মোল্লা ভাঙ্গা ( ফরিদপুর) সংবাদদাতাঃ
ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাচনী আচরণবিধি মেনে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লার নৃতৃত্বে বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট থেকে স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনুল – অরা তীন সোফিয়ার নিকট মনোনয়নপত্র সংগ্রহকালে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান, ওবায়দুল আলম সম্রাট, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর পান্না। পরে নেতৃবৃন্দ উপজেলার সামনের সড়কে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহসাধারণ সম্পাদক সাঈদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, সহসাধারণ সম্পাদক শিকদার ফারুকুজ্জামান ছোট্ট, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি এম,এ ওয়াদুদ, বিএনপি নেতা আলীয়াজ্জামান লাবলু,শহিদুল ইসলাম মিরু মুন্সি, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আবদুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদল,যুবদল,কৃষক দল সহ বিএনপির অংগসংগঠনের নেতৃবৃন্দ।