
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আলী সিকদার পাড়া মুহাম্মদীয়া তাহফিজুল কুরআন মাদরাসা ও এতিমখানা এবং মুহাম্মদীয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার উদ্যোগে বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭ ডিসেম্বর বিকালে আলী সিকদার পাড়া বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি, ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল ইসলাম সিকদারের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম নোমান, সুফি ফতেহ আলী ওয়াইসি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ.ক.ম হামিদুল হক, মুহাম্মদীয়া তাহফিজুল কুরআন মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা ছলিমুল্লাহ হাবিবী,ব্যবসায়ী জামাল সওদাগর ও রহিম কোম্পানি, নুরুল ইসলাম রশিদীসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআন শিক্ষার প্রচার-প্রসার এবং নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে শিক্ষার্থীদের অধ্যবসায়ী হতে হবে। একই সঙ্গে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।