
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। ২৭ ডিসেম্বর, শনিবার সকালে উপজেলা সংলগ্ন গ্যান্ড মাশাবী রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, ৫ আগষ্ট-২৪ থানা থেকে যে সকল অস্ত্র লুট হয়েছে, তা যেকোনো মূল্যে উদ্ধার করতে হবে। এটি কেবল আইনের শাসনের প্রশ্ন নয়, এখানে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিও জড়িত। প্রশাসনকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা একান্ত জরুরি।
তিনি আরো বলেন, সাতকানিয়া লোহাগাড়ার মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। আমরা ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবর্তনের পক্ষে। সাংবাদিকরা সত্য ও সঠিক তথ্য তুলে ধরবেন এটাই আমাদের প্রত্যাশা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নাজমুল মোস্তফা আমিন। তিনি গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য প্রচারের আহ্বান জানান।