1. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  2. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাওলানা সারোয়ার হোসেনকে বিজয়ী করার লক্ষে কাজ করার অঙ্গীকার ফরিদপুর-৪ আসন ১০ দলের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার সংবাদ সম্মেলন, ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ভাঙ্গায় কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর হকের বিরুদ্ধে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ, সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কমিটি অনুমোদন: সভাপতি মিলন, সম্পাদক হানিফ ভাংগায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত দোয়া  মাহফিল  অনুষ্ঠিত  ভাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত কপিল মুনি আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও লেখক পবিত্র মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানান চিত্রশিল্পী মিলন বিশ্বাস

রুপগঞ্জে শাহিদা আক্তার তন্নি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

শাহিদা আক্তার তন্নি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার কলেজ ভবন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশবরেণ্য অতিথিদের উপস্থিতিতে বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অ্যাডিশনাল এসপি, বরেণ্য লেখক ও গবেষক বীরমুক্তিযোদ্ধা এ টি এম ফারুক আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, নজরুল গবেষক ও রাষ্ট্রচিন্তক মুহাম্মদ আতা উল্লাহ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সম্মানিত অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক কবি এবং সাহিত্যিক শাহিদা আক্তার তন্নি।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক ও বরেণ্য অভিনেতা, বাংলাদেশ টেলিভিশন অ্যাডভোকেট লুৎফুল আহসান বাবু । বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টর ও কবি হাসিনা মমতাজ হাসি, কবি সালমা শারমীন (সাধারণ সম্পাদক, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ঢাকা বিভাগ), মো. ওমর ফারুক (প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ), উপস্থিত ছিলেন মো. মোরশেদ আলম সবুজ (প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, এভারগ্রীন স্কুল অ্যান্ড কলেজ), মো. খলিলুর রহমান (সিনিয়র শিক্ষক, সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের মহাসচিব আহমেদ হোসাইন ছানু, জনতার বিপ্লব ২৪ পত্রিকার সম্পাদকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন তামান্না সুলতানা চৌধুরী (প্রধান শিক্ষিকা), উম্মে কুলসুম আক্তার (সিনিয়র শিক্ষিকা), আলামিন (সিনিয়র শিক্ষক) এবং কলেজ পরিচালক মো. তাহেরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী আয়নাল হক (অ্যালামনাই অ্যাসোসিয়েশন উপদেষ্টা পরিষদের সদস্য), শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, ঢাকার মো. ইসরাইল উদ্দিন সাইফ, কবি আজাদ বাকী, আদরিয়ান সাইফ, ফাহিম হোসেনসহ আরও অনেক অতিথি।অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য ছিল অত্যন্ত মনোমুগ্ধকর ও অনুপ্রেরণামূলক। বক্তারা বলেন, একজন মানুষ যখন অসাধ্যকে সাধনে রূপ দেয়, তখন সমাজের সকলের উচিত তাকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে পাশে থাকা।
বক্তারা আরও বলেন, একজন ছাত্রী থেকে শিক্ষিকা এবং শিক্ষিকা থেকে প্রতিষ্ঠাতা—এটি কোনো গল্প নয়, এটি বাস্তব জীবনের অনন্য উদাহরণ। শাহিদা আক্তার তন্নি পড়ালেখার পাশাপাশি নিজ প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন এবং নিরলস পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে গড়ে তুলেছেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান ‘শাহিদা আক্তার তন্নি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট