1. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  2. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ভাঙ্গায় কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর হকের বিরুদ্ধে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ, সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কমিটি অনুমোদন: সভাপতি মিলন, সম্পাদক হানিফ ভাংগায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত দোয়া  মাহফিল  অনুষ্ঠিত  ভাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত কপিল মুনি আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও লেখক পবিত্র মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানান চিত্রশিল্পী মিলন বিশ্বাস ফরিদপুর-৪ আলগী ও হামেরদী ইউনিয়নের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় আপিল বিভাগ বহাল, জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন প্রভাষক জাহিদ হাসান

খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলায় সাফল্য অর্জন করায় ফুলেল শুভেচ্ছা জানালেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

 

জেসমিন আক্তার মনি, নিজস্ব প্রতিবেদক:

খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য এক আবেগঘন পরিবেশে উদযাপিত হয়েছে। খুলনা আর্ট একাডেমি পরিচালিত চারুকলা ভর্তি কোচিং–২০২৫ এর ১৬তম ব্যাচের মোট ৬ জন শিক্ষার্থী গত ১৮ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।২৯ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে ওই ব্যাচের শিক্ষার্থী মোহনা আক্তার বিভা মেধাতালিকায় ৫ম এবং লামিশা জারিন অধি ৫৭তম স্থান অর্জন করে খুলনা আর্ট একাডেমির সুনাম অক্ষুণ্ণ রাখেন।ফল প্রকাশের দিন বিকাল ৫টায় উত্তীর্ণ শিক্ষার্থী লামিশা জারিন অধি মিষ্টি নিয়ে একাডেমিতে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।এ সময় শিক্ষার্থীর হাতে ফুল তুলে দিয়ে তিনি বলেন,“আজকের এই অর্জনের মাধ্যমে তোমরা শুধু খুলনা আর্ট একাডেমির নয়, বরং পুরো খুলনাবাসীর সম্মান বাড়িয়েছো। এই সাফল্য ধরে রাখতে হলে পরিশ্রম, ধারাবাহিক সাধনা এবং গুণীজনদের প্রতি সম্মান বজায় রাখতে হবে।”তিনি আরও বলেন,“শিল্পী হতে গেলে শুধু ছবি আঁকলেই হয় না তার সঙ্গে থাকতে হয় জ্ঞান, নিয়মিত অনুশীলন ও বিনয়। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জীবনী পড়লে শিল্পসাধনার প্রকৃত চেতনা উপলব্ধি করা যায়। শিল্পচর্চায় কখনো অর্থ বা অহংকারের পেছনে ছোটা যাবে না, তাহলেই প্রকৃত সাফল্য আসবে। এ সময় চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিক্ষার্থীর কাছে তার সাফল্যের অনুভূতি জানতে চাইলে শিক্ষার্থী বলেন আজ আমার এই সাফল্যের পিছনে স্যারের অবদান সব থেকে বেশি। আমি সারা জীবন খুলনা আর্ট একাডেমির কাছে কৃতজ্ঞ থাকব।”নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন,“আমি নিজে শিল্পী হতে এসে শিল্পী হতে না পারলেও ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২২৩ জন শিক্ষার্থীকে চারুকলায় পড়ার সুযোগ করে দিতে পেরেছি এটিই আমার সবচেয়ে বড় সাফল্য। আজ তোমাদের এই অর্জন আমার স্বপ্নকে আরও বিস্তৃত করলো।”তিনি তাঁর শিল্পগুরু, পিতা-মাতা ও সমগ্র দেশবাসীর কাছে শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ কামনা করেন। পাশাপাশি চারুকলা ভর্তি কোচিংয়ের ১৬তম ব্যাচের থিওরি ক্লাসের সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।যেসব শিক্ষার্থী এবার প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেননি, তাঁদের উদ্দেশ্যে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,“কোনো হতাশা নয় সফল না হওয়া পর্যন্ত আমি তোমাদের পাশে আছি।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট