
ফরিদপুর-৪ আসনের সীমানা পূর্বাবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল রাখলেন আপিল বিভাগ। সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পুনাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
এবিষয় রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১১ ডিসেম্বর হাইকোর্ট ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়ন দুইটি এলাকা ফরিদপুর-২ আসনের নগকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করার নির্বাচন কমিশনের গেজেট প্রকাশনাকে অবৈধ ঘোষণা করেছিল। সেই রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।
গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছিল।
আজ সকল আইনে বাধা পেরিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দিল।
আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আলগী ও হামেরদী ২টি ইউনিয়ন ফরিদপুর ৪ আসনের মধ্যেই রহিল। ২টি ইউনিয়ন রক্ষার যুদ্ধে দুজনের প্রানীহানি সহ জান মালের ক্ষতি হলো।
এটা আলগী ও হামেরদী ইউনিয়নের জনগণের বিজয় ।