
জাকারিয়া খান (ফরিদপুর জেলা বিশেষ প্রতিনিধি)
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শিমুল বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বাদ আসর আজিমনগর ইউনিয়ন শিমুল বাজার পরিষদ মাঠে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনাব শহিদুল ইসলাম বাবুল ‘এমপি পদপ্রার্থী ফরিদপুর ৪ আসন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – এডভোকেট আলী আশরাফ নান্ন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি’র প্রবীণ নেতা আব্দুল খালেক শিকদার ।
বিএনপি নেতা বাদশা শরিফের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন – মোহাম্মদ নয়ন মাতুব্বর সিনিয়র সহ-সভাপতি ভাঙ্গা উপজেলা শ্রমিক দল, বিএনপি নেতা আজিমনগর ইউনিয়ন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – মোঃ হারুন অর রশিদ মুন্সী -সাবেক সহ-সভাপতি আজিমনগর ইউনিয়ন বিএনপি, মোঃ সুমন মীর -সভাপতি আজিমনগর ইউনিয়ন শ্রমিক দল, মোহাম্মদ জাকির হাওলাদার -সহ-সভাপতি ভাঙ্গা উপজেলা শ্রমিকদল , বিএনপি নেতা শাহাবুদ্দিন হাওলাদার, বিএনপি নেতা সিরাজ আকন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন । এ সময় আজিমনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নেতাকর্মী সহ স্থানীয় সাধারণ হাজারো মানুষ উপস্থিত ছিলেন ।
দোয়া মাহফিলে মরহুমা নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।