1. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  2. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ভাঙ্গায় কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর হকের বিরুদ্ধে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ, সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কমিটি অনুমোদন: সভাপতি মিলন, সম্পাদক হানিফ ভাংগায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত দোয়া  মাহফিল  অনুষ্ঠিত  ভাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত কপিল মুনি আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও লেখক পবিত্র মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানান চিত্রশিল্পী মিলন বিশ্বাস ফরিদপুর-৪ আলগী ও হামেরদী ইউনিয়নের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় আপিল বিভাগ বহাল, জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন প্রভাষক জাহিদ হাসান

ভাঙ্গায় বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, জাতীয় পার্টি, গন-অধিকার সহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল,

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
Oplus_16908288

 

 

আব্দুল মান্নান, ভাঙ্গা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা ১২ দলীয় জোটের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন ও বিকেল ৫টার সময় গণ-অধিকার পরিষদের প্রার্থী মোঃ তাসলিম মাতুব্বর নেতা কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

সোমবার দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহেরের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনুল আরা তীন সোফিয়া উপস্থিত ছিলেন।

এছাড়া সদরপুর ও ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় ৫জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

তবে ফরিদপুর-৪ আসন থেকে এবার জাতীয় সংসদ নির্বাচনে মোট ১০ জন প্রার্থী মানোনয়ন পত্র জমা দিয়েছেন।

ভাঙ্গায় যাহারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন, বিএনপি’র প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল, জামাতে প্রার্থী মোহাম্মদ সরোয়ার হোসেন, গণবাধিকার পরিষদের প্রার্থী তাসলিম মাতুব্বর,

সদরপুরে যাহারা মনোনয়পত্র জমা দিয়েছে, তারা হলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ইসাহাক চোকদার।

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন, জিপিবির প্রার্থী মোঃ আতাউর রহমান কালু, জাতীয় পার্টির প্রার্থী রায়হান জামিল, সতন্ত্র প্রার্থী এম এম হোসাইন ও মুজাহিদ বেগ।

এছাড়া নির্বাচন কমিশন থেকে জারিকৃত নির্দেশনা মোতাবেক কোনো প্রার্থীর সঙ্গে পাঁচজনের অধিক লোক মনোনয়ন দাখিলে উপস্থিত থাকতে পারবেন না। সেই ধারাবাহিকতায় বিএনপির প্রার্থীর সাথে উপস ছিলেন, বেগম জিয়ার সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জহুরুল হক শাহজাদা মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, এ কে কিবরিয়া স্বপন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা উপস্থিত ছিলেন।

এছাড়াও ১২ দলীয় জোটের পক্ষে মাওলানা সরোয়ার হোসাইন বিকেল ৩টা ৪০ মিনিটে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দসহ ভাঙ্গা পৌর শাখার আমির ডা. এনায়েত হোসেন এবং এনসিপির সমন্বয়ক আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

ফরিদপুর-৪ আসন থেকে এবার জাতীয় সংসদ নির্বাচনে মোট ১০ জন প্রার্থী মানোনয়ন পত্র জমা দিয়েছেন।

২৯/১২/২৫
০১৭২৯০৩৮৭০০

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট